বাংলাদেশে Adsense ব্যবহার করে ঘরে বসে অর্থ আয় করা যায়।
তা নিম্নে লেখে দিয়া হলঃ
তা নিম্নে লেখে দিয়া হলঃ
আপনি Admob, DisplayAd, blogger ইত্যাদি Adsense এর সাথে + করে। ইন্টারনেটে ঘরে বসে অর্থ আয় করা যায়।
ইতিমধ্যে বাংলাদেশে "ডিজিটাল বেকার দূরীকরন ফাউন্ডেশন" সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এ ফাউন্ডেশনের লক্ষ ও উদ্দেশ্য বেকারদের কর্মের পদ দেখে দিয়া।
আপনি অর্থ আয় করতে যা যা প্রয়োজন তা নিম্নে দিয়া হলঃ
ইতিমধ্যে বাংলাদেশে "ডিজিটাল বেকার দূরীকরন ফাউন্ডেশন" সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এ ফাউন্ডেশনের লক্ষ ও উদ্দেশ্য বেকারদের কর্মের পদ দেখে দিয়া।
আপনি অর্থ আয় করতে যা যা প্রয়োজন তা নিম্নে দিয়া হলঃ
(১) একটি কম্পিউটার অথবা একটি Android 3G মোবাইল ফোন (সর্বনিম্নে Android 4.2.2 জেলিবন হতে হবে)।
(২) আপনি google এ গিয়ে একটি gmail Acount খুলতে হবে।
(৩) আপনি www.google.com এ গিয়ে, আপনি দেখতে পাবেন। এক সাইটে সাইন আপ লেখা আছে সেখানে ক্লিক করন। দেখতে পাবেন আপনার gmail Acount চাইবে। সেখানে আপনার gmail ও পিন লেখতে হবে, এর পর ক্লিক করন। এখন আপনার gmail এর সাথে যোগ হয়ে গেল google+, blogger, Adsense, Adwork, youtube, admob, DisplayAd ইত্যাদি Acount।
(৪) আপনি blogger হতে চান।
তাহলে আপনার blog এ গিয়ে সুন্দর থিম তৈরি করন। কয়েক ঘন্টা আপডেট করন যাতে ব্লগ উন্নীত করা যায়। মুনে রাখবেন আপনি সাফল্য হতে চাইলে একটি বিজ্ঞাপন আর প্রকাশক হিসেবে হতে পারবেন।
কি ভাবে আপনার blog এ সুন্দর থিম তৈরি করবেন। তা উদাহর এর মাধ্যমে শিখে দিয়া চেষ্টা করছি ।
নিম্নে দিয়া হলঃ
আপনি মনে করছেন, একটি ভালবাসা নিয়ে আপনার একটি ওয়েবসাইট তৈরি করবেন।
প্রথমে ভালবাসার শুরুটা কেমন হয়, সে বিষয়ে আপনার blog এ কিছু সুন্দর সুন্দর কথা প্রকাশ করেন এবং ভালবাসার শুরুতে যে রুমান্টিক ফোট গুলো ইন্টারনেয়ে পাওয়া যায়। সে গুলো আপনার মোবাইলে ডাউনলোড করে নিয়ে। তা আপনার ব্লগে সেটিং করন। বেশ আপনার প্রথম ধাপটি হয়ে গেল। ভালবাসা চলা কালিন সময় কি কি করতে হয় তা আপনার ব্লগে লেখে প্রকাশ করন ও সে বিষয়ে কিছু সুন্দর সুন্দর ফোট প্রকাশ করন। এ ভাবে ধিরে ধিরে সুম্পন ভালবাসার থিম তৈরি করেন। আপনার ব্লগার ড্যাশবোডে ওয়েবসাইট তৈরি করন। ওয়েবসাইট টি হতে হবে xxxxxxx.blospot.com ৭টি xx এর যায়গায় আপনার ওয়েবসাইটের কি নাম দিবেন তা লেখে সুম্পাদন করন। ২-৩ দিন পর আপনার ওয়েবসাইটি চালো হয়ে যাবে। নিজে একজন ওয়েবসাইটের মালিক হয়াতে খুব ভাল লাগছে কিন্তু এখানে শেষ নয়। আপনার ওয়েবসাইটে অর্থ আয় করতে চাইলে আপনার ব্লগের সাথে Adsense Acount যোগ করতে হবে।
তাহলে আপনার blog এ গিয়ে সুন্দর থিম তৈরি করন। কয়েক ঘন্টা আপডেট করন যাতে ব্লগ উন্নীত করা যায়। মুনে রাখবেন আপনি সাফল্য হতে চাইলে একটি বিজ্ঞাপন আর প্রকাশক হিসেবে হতে পারবেন।
কি ভাবে আপনার blog এ সুন্দর থিম তৈরি করবেন। তা উদাহর এর মাধ্যমে শিখে দিয়া চেষ্টা করছি ।
নিম্নে দিয়া হলঃ
আপনি মনে করছেন, একটি ভালবাসা নিয়ে আপনার একটি ওয়েবসাইট তৈরি করবেন।
প্রথমে ভালবাসার শুরুটা কেমন হয়, সে বিষয়ে আপনার blog এ কিছু সুন্দর সুন্দর কথা প্রকাশ করেন এবং ভালবাসার শুরুতে যে রুমান্টিক ফোট গুলো ইন্টারনেয়ে পাওয়া যায়। সে গুলো আপনার মোবাইলে ডাউনলোড করে নিয়ে। তা আপনার ব্লগে সেটিং করন। বেশ আপনার প্রথম ধাপটি হয়ে গেল। ভালবাসা চলা কালিন সময় কি কি করতে হয় তা আপনার ব্লগে লেখে প্রকাশ করন ও সে বিষয়ে কিছু সুন্দর সুন্দর ফোট প্রকাশ করন। এ ভাবে ধিরে ধিরে সুম্পন ভালবাসার থিম তৈরি করেন। আপনার ব্লগার ড্যাশবোডে ওয়েবসাইট তৈরি করন। ওয়েবসাইট টি হতে হবে xxxxxxx.blospot.com ৭টি xx এর যায়গায় আপনার ওয়েবসাইটের কি নাম দিবেন তা লেখে সুম্পাদন করন। ২-৩ দিন পর আপনার ওয়েবসাইটি চালো হয়ে যাবে। নিজে একজন ওয়েবসাইটের মালিক হয়াতে খুব ভাল লাগছে কিন্তু এখানে শেষ নয়। আপনার ওয়েবসাইটে অর্থ আয় করতে চাইলে আপনার ব্লগের সাথে Adsense Acount যোগ করতে হবে।
(সতর্কবানিঃ আপনার ব্লগে খারাপ বা নাকেট কিছু লেখবেনা, খারাপ বা নাকেট ফোট আপনার ব্লগে পুষ্ট করবেন না। এতে আপনার ব্লগ বুন্ধ করে দিয়া হতে পারে বা জেল জরিমানা হতে পারে। তাই সাবধানে আপনার ব্লগটি চালিয়ে যান।)
আপনি ৪-৫ ভাল ও দরকারী পোষ্ট প্রকাশিত পরে ৪-১ টেমপ্লেট চয়েন বার ভাল। আপনার ওয়েবসাইটের সাথে হতে হবে। যা একটি টেমপ্লেট আছে যেখানে বিন্যাস ক্লিক করুন। আপনার সেটিংস সংরক্ষন এবং আপনার ওয়েবসাইটে প্রকাশ করন।
(৫) এখন নগদীকরন ক্লিক করন এবং আমার পার্শদন্ডে ও পোষ্ট পছন্দ বিজ্ঞাপন প্রর্দশন (প্রস্তাবিত)। পঢ়বর্তী ক্লিক করন এবং আপনি একটি Adsense আবেদন ফর্ম পাবেন
শুধু পর্দার নির্দেশ অনুশরন করন এবং"Acount তৈরি করন" ক্লিক করন।
শুধু পর্দার নির্দেশ অনুশরন করন এবং"Acount তৈরি করন" ক্লিক করন।
(৬) গ্রেট !! আপনি সফল ভাবে আপনার কাজ শেষ হয়েছে। আপনি ১ বা ২ দিনের মধ্যে Adsense থেকে একটি Acount এর সাথে নিশ্চতকরন চিঠি পাবেন।
আর বেসি জানতে লগইন করন bekardor.blogspot.com
আমাদের ফাউন্ডেশন উদ্দেশ্য বেকার মুক্ত সমাজ গরা। আমাদের এই উদ্দেশ্য ব্যস্তবাউন করতে আপনাদের এগিয়ে আসতে হবে। আপনি ইন্টারনেটে facebook, google, youtube ইত্যাদি সার্চ করার সময় আপনি আমাদের ফাউন্ডেশনের খবর এক সময় পেয়ে যাবেন। তখন আমাদের ফাউন্ডেশন সম্পর্কে ধিরে ধিরে যান্তে পারবেন। আপনার যানা ও বোঝা হয়ে গেলে আপনি বাস্তবে তা ইন্টারনেটে প্রয়োগ করে দেখেন।
দেখতে পাবেন আপনার একটি ওয়েবসাইট কোম্পানি রয়েছে ও ঘরে বসে ইন্টারনেটে আপনি অর্থ আয় করতে পারছিন।
দেখতে পাবেন আপনার একটি ওয়েবসাইট কোম্পানি রয়েছে ও ঘরে বসে ইন্টারনেটে আপনি অর্থ আয় করতে পারছিন।
(মুনে রাখবেন এ কাজে ধর্জের দরকার)
প্রথম প্রথম অতি অল্প অর্থ আয় হবে যা দিয়ে তেমন কিছুই লাব পাবেন না। কিন্ত দিন দিন আপনার কাজের অভিজ্ঞতা বারবে সাথে সাথে আপনার ওয়েবসাইট উন্নত হবে এবং আপনার অর্থ আয় দিন দিন বারবে।
প্রথম প্রথম অতি অল্প অর্থ আয় হবে যা দিয়ে তেমন কিছুই লাব পাবেন না। কিন্ত দিন দিন আপনার কাজের অভিজ্ঞতা বারবে সাথে সাথে আপনার ওয়েবসাইট উন্নত হবে এবং আপনার অর্থ আয় দিন দিন বারবে।
ধ্যনবাদ
আপনি ইন্টারনেটে আমাদের ফাউন্ডেশনে সময় কাটানর জন্য।
আপনাদের কাছে আমাদের একটি আবেদন।তা হল আমাদের ফাউন্ডেশনের খবর আপনার বুন্ধ বান্ধদের কাছে প্রচার করবেন। এ ভাবে আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য সম্পর্কে জানবে এবং তারা তা বাস্তবে প্রয়োগ করে অর্থ আয় করবে।
এতে আমাদের প্রচার বারবে ও আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য বেকার মুক্ত সমাজ গরা বাস্তবে পরিন্ত হবে। আর এ জন্য আপনাদের কে আমাদের পাশে এগিয়ে আসতে হবে।
আপনি ইন্টারনেটে আমাদের ফাউন্ডেশনে সময় কাটানর জন্য।
আপনাদের কাছে আমাদের একটি আবেদন।তা হল আমাদের ফাউন্ডেশনের খবর আপনার বুন্ধ বান্ধদের কাছে প্রচার করবেন। এ ভাবে আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য সম্পর্কে জানবে এবং তারা তা বাস্তবে প্রয়োগ করে অর্থ আয় করবে।
এতে আমাদের প্রচার বারবে ও আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য বেকার মুক্ত সমাজ গরা বাস্তবে পরিন্ত হবে। আর এ জন্য আপনাদের কে আমাদের পাশে এগিয়ে আসতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন