Translate

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

PTC LLBUX কাজ

      ইন্টারনেটে আয় করার যায় সবাই জানেন । পিটিসি সাইট থেকে আয় করা যায় এটাও জানেন কিন্তু আমি আপনাদের একটি অন্যরকম সাইট এর কথা বলব । এ সাইট থেকে ডলার না ইউরো আয় করার যায় । আপনারা জানেন বেশির ভাগ পিটিসি সাইট scam করে চলে যায় । এর মধ্যে ভাল সাইট বের করা কঠিন । কিন্তু আমার মতে এটা ভাল সাইট , ভাল বলছি এ কারণে যে এটার alexa rank মুটামুটি ভাল পর্যায়ে এবং আমি এখান থেকে পেয়াউট পেয়েছি । আপনি পাবেন ইনসআল্লাহ্‌ । ও সাইটটার নামইতো বলা হলনা , সাইটটির নাম LLbux । এবার দেখা যাক এখানে মেম্বারদের জন্য কি কি আছে এখানে ,
Share Up To 110 % - 10% Affiliate Program
১ . এখানে আপনি প্রতিদিন পঁচটি করে অ্যাড পাবেন । প্রতি অ্যাডের জন্য আপনি পাবেন ০.০১৫ ইউরো করে ।
২ . এখানে রেফারের মাধ্যমেও আয় করতে পারবেন । আপনি প্রতি রেফারের ক্লিক থেকে পাবেন ০.০১০ ইউরো করে ।
৩ . আপনি ইচ্ছা করলে রেফার ভাড়াও নিতে পারবেন । আপনি আপনার মেইন ব্যালেন্স থেকেই রেফার ভাড়া করতে পারবেন ।
৪ . এখানে কোন ইনভেস্টের দরকার নেই ।
৫ . এর কোন মিনিমাম পেয়াউট নেই । আপনি অ্যাডে ক্লিক করেই পেয়াউট নিতে পারবেন ।
৬ . নিবন্ধন করার পর আপনি পাবেন এক বছরের জন্য Elite Upgrade তার সাথে Purchese Balance এ পাবেন ১ ইউরো ।
৭ . Ultimate এ Upgrade করতে লাগবে মাত্র ১ ইউরো ।
এখান থেকে টাকা তুলতে পারবেন লিবার্টি রিজার্ভের ও এলার্টপের মাধ্যমে । যাদের লিবার্টি একাউন্ট নেই তারা এখানে ক্লিক করে একাউন্ট করে নিতে পারেন । আর যাদের এলার্টপে একাউন্ট নেই তারা এখানে ক্লিক করে একাউন্ট করে নিতে পারেন ।
এটা নতুন সাইট তাই এরা প্রথম ১০,০০০ জন মেম্বারকে Elite Upgrade দিচ্ছে । সুযোগ হাত ছাড়া হওয়ার আগে এখনি এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন । ধন্যবাদ ।

  Earn Online Easy Money

      আপনি কি অনলাইনে সহজেই টাকা উপার্জন করতে চান তবে আপনাকে নিচে দেওয়া লিঙ্ক গুলতে ক্লিক করতে হবে। লিঙ্ক গুলতে ক্লিক করার পর আপনি একটি ওয়েব পেজে প্রবেশ করবেন; সেই ওয়েব পেজে প্রবেশ করার পর সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনার অ্যাকাউন্ট গিয়ে আপনার কাজ করতে হবে। আপনি অ্যাকাউন্ট খোলার পর  ক্লিক করে এবং অন্যদের রেফার করে সহজেই ১০০ ডলারের বেশি উপার্জন করতে পারবেন। এটা করার জন্য কোন ইনভেস্ট করার প্রয়োজন নেই। এটি বেশ সহজ ।

এটি আরেকটি লিঙ্ক সহজে টাকা উপার্জনের। এখানেও রেজিস্ট্রেশান করে আপনি রেফার এবং ক্লিকের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন।


 Earn From Bangladeshi site & Payment everyday

PaidVerts

     আজ আমি আপনাদেরকে এমন একটি বাংলাদেশী ওয়েব সাইটের ঠিকানা দেব যেখান থেকে আপনি ইচ্ছা ও কাজ করলে প্রতি মাসে সর্বনিম্ন ১-১০ হাজার বা তারও বেশী আয় করতে পারেন।এই সাইট থেকে আপনি ডাটা এন্টির অনেক কাজ পেতে পারবেন।
     আমরা অনেক চাই ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য। এ জন্য আমরা upwork,Freelance,elance.com ইত্যাদি সাইটে গিয়ে বিড করতে থাকি। কিন্তু সবাই সেখানে গিয়ে সফলতা পায় না। বিশেয করে যারা নবীন তারা সেখানে গিয়ে ভালো দিক-নির্দেশনার অভাবে ভালো কাজ পায় না। ফলে হতাশার ঝুড়ি নিয়ে সব বন্ধ করে দিতে হয়।তা ছাড়া ও রয়েছে পেমেন্ট এর ঝামেলা। তবে এত সব কিছুর মাঝে ও কিন্তু অনেক বসে নেই তারা চেষ্টা করে যায় আন্যভাবে কাজ করার জন্য। আর এই সকল চিন্তাধারার মানুষের জন্য এই সাইটটি। সাইটটির ঠিকানা হলো HERE ।এই সাইটে মূলত ক্যাপচা ডাটা এন্টির কাজ পাওয়া যায়। বর্তমানে সাইটিতে মোট ১২ টি প্রোজেক্টের কাজ পাওয়া যাচ্ছে। যেখান থেকে আপনি রেজিষ্টেশনের মাধ্যমে কাজ গুলো পেতে পারেন।
কাজের সুবিধা:
১। এই সাইটে আপনি ২৪ ঘন্টাই কাজ পাবেন।
২। যে সকল সার্ভার আছে সেগুলো অনেক ফাস্ট। যার ফলে আপনি অতি দ্রুত ডাটা এন্টি দিতে পারবেন।
৩। একাধিক প্রোজেক্টে কাজ করার সুযোগ
৪। প্রয়োজনীয় সকল সফটওয়্যারের ডাউনলোড লিংক।
৫। সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পযন্ত দ্রুতগতিতে ডাটা লোড হওয়া ইত্যাদি।
বর্তমানে সাইটটিতে ৩০২ জন মোট সদস্য সফলতার সাথে কাজ করে যাচ্ছে। যাদের গড় আয় প্রতি মাসে ৩০০০ টাকার উপরে। সাইটটি অচিরেই পূর্ণাঙ্গ ফ্রিল্যান্সিং সাইট হিসাবে আত্মপ্রকাশ করবে।

পেমেন্ট :
     এবার আসি মূল কথায় আচতেছি । আমার মতে কোন কাজ করার আগে যে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে হয় তা হলো পেমেন্ট। আমরা যে যাই বলি না কেন অনলাইনে কাজ বা কেনাকেটা করার বিষয়ে আমাদের প্রত্যেকের মনে কোন না কোন সন্দেহ বা শঙ্কা অবশ্যই কাজ করে থাকে। যেমন, কাজের বিষয়টি কতটুকু বিশ্বাসযোগ্য বা কাজ করে কি আদৌ পেমেন্ট পাওয়া যাবে? আসলে এই সকল সন্দেহ বা শঙ্কা আপনার আমার সকলের মনে কাজ করাটা স্বাভাবিক বিষয়। আর এই কারনে চালু করতে যাচ্ছে প্রতিদিন কাজ এবং প্রতিদিন পেমেন্ট এর ব্যবস্থা করতে যাচ্ছে। অতএব বুঝতেই পারছেন যে একদিন কাজ করলেই আপনার পেমেন্ট সর্ম্পকে আপনার ধারনা পরিষ্কার হয়ে যাবে। এ সর্ম্পকে আরো সব বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে।
তাছাড়া বাংলাদেশী সদস্যগণ পেমেন্ট পাবেন
১। ব্যাংক মানি ট্রান্সফার
২। কুরিয়ার এর মাধ্যমে ও
৩। মোবাইলে ব্যালেন্স ট্রান্সফার বা ফ্লাক্সি লোডের মাধ্যমে।
তাছাড়া সকল সদস্যের তথ্য একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে হিসাব রাখা হয়। ফলে আপনি আপনার তথ্য সঠিক ভাবে না রাখতে পারলে ও সাইটের এডমিন ঠিকই হিসাব করে রাখবে।
আপনি যে প্রোজেক্টের কাজ করতে চান তার লগইন Id ও password। এই Id ও password পেতে হলে আপনাকে সরাসরি বায়ার/এডমিনের সাথে যোগাযোগ করে নিতে হবে।আর এজন্য আপনি সাইটটির লাইভ চ্যাট এ গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়া ও পেমেন্ট এর রেট,কাজের বর্ণনা সহ অন্যান তথ্য তাদের সাথে সরাসরি কথা বলে জানতে পারবেন।

তো শুরু করে দিন আপনার ঘরে বসে আয় করার প্রথম আধ্যায়

    ছোট কাজ করে সত্যিকারে ইন্টারনেট থেকে আয় করুন
হ্যাঁ ছোট ছোট কাজ করে আপনিও আয় করতে পারেন ইন্টারনেট থেকে। কিন্তু কিভাবে কাজ করবেন বা কোথায় কাজ করবেন চিন্তা করতেছেন? আসলেই কি ইন্টারনেট থেকে আয় করা যায় কিনা ভাবতেছেন বা টাকা উঠাতে পারব কি না ? হ্যাঁ আপনি কাজ করতে পারবেন এবং টাকা উঠাতে পারবেন। আমার এই পোষ্ট টা আমাদের দেশের ছাত্র ভাই বা বেকার ভাইদের জন্য। যাদের হাতে পর্যাপ্ত সময় আছে এবং অকারনে ইন্টারনেট ব্রাউজিং করেন বা ফেসবুক এ বেশি সময় কাটান তারা এই ছোট ছোট কাজ গুলো করে সহজেই মাসে ১০,০০০-১্‌৫,০০০ টাকা আয় করতে পারেন। এটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অর্থনৈতিক ভাবে সাহায্য করবে। ত ক্ষতি কি যদি কিছু বেকার সময় দিয়ে কিছু টাকা আয় করা যায়। আমি আপনাদের গ্যারান্টি দিছছি এই সাইট গুলোতে কাজ করে অবশ্যই আপনি টাকা আয় করতে পারবেন এবং টাকা তুলতে পারবেন। তবে আপনাকে নিয়মিত কাজ করতে হবে। আমি নিয়মিত কাজ করে টাকা আয় করতেছি এই সাইট থেকে। কাজ গুলো খুব সহজ। যে কেউ করতে পারবে। কি কি কাজ করতে হবে……যেমন
১। Just Ads এ ক্লিক করে Ads view করে আয় করতে পারবেন।
২। Sign Up করে আয় করতে পারবেন্ন।
৩। বিভিন্ন offer থাকবে ঐগুলো complete করে আয় করতে পারবেন।
৪। Survey করে আয় করতে পারবেন।
৫। Video Ads এ ক্লিক করে আয় করতে পারবেন।
৬। Facebook Like করে আয় করতে পারবেন।
৭। Email Read করে আয় করতে পারবেন।
       এখন আমি আপনাদের কিছু Trusted Site  এর লিস্ট দিলাম। এই সাইট গুলোতে কাজ করে আপনারা অবশ্যই টাকা আয় করতে পারবেন।
তবে সবগুলো সাইটে Sign Up করলে আপনারা বেশি টাকা আয় করতে পারবেন। যেমন যদি দিনে একটা সাইট থেকে আপনি $0.10 বা ৭.৫০ টাকা আয় করেন তবে ২০ টা সাইট থেকে আপনি ১৫০ টাকা আয় করতে পারবেন। সুতরাং সবগুলো সাইটে sign up করে নিয়মিত কাজ করুন এবং মাস শেষে cash out করুন।
তবে একটা প্রশ্ন বাংলাদেশে কিভাবে টাকা আনবেন? হ্যাঁ তার জন্য রয়েছে সহজ এবং একমাত্র একটা পদ্ধতি যার নাম Payza. Payza হল  online money transfer site যেখানে আপনি Account করে টাকা জমা করতে পারবেন এবং ঐখান থেকে আপনার Bank Account এর মাধ্যমে টাকা বাংলাদেশ থেকে তুলতে পারবেন। ত প্রথমে আপনাকে Payza তে Account করতে হবে। তারপর Paying Site গুলতে Sign Up করতে হবে।
Payza তে Account খোলার জন্য এখানে ক্লিক করুন…………………………………………
সাইট গুলর নাম নিচে দিলাম
1. Neobux
১. Buxp
2. Clicksense
3. Browse4bux
4. Cashtream
5. Incentria
6. Clicksia
7. GPTPlanet
8. Earneasycash
9. Jillclickcorner
10. Happyclicks
11. No-Minimum
12. BUX247
14. Cashcamel
15. Donkey Mail
16. Clicxplanet
18. Wordlinx
19. Admimsy
20. Centworkers
1. CashnHits
এই সবগুলো সাইটে Sign Up করে টাকা আয় করতে থাকুন।
কোন Problem হলে আমাকে জানান আমার ব্লগে কমেন্স করে।

    আপনারা যারা Google Adsence এ চেষ্টা করে ব্যর্থ তারা Yllix এ চেষ্টা করে দেখতে পারেন।
Google Adsence এর অন্যতম একটি বিকল্প উপায় Yllix। আপনারা যারা অনেক চেষ্টা করার পরেও আপনার ব্লগ/ওয়েবসাইট এর জন্য Google Adsence থেকে এড পাচ্ছেন না তারা Yllix চেষ্টা করে দেখতে পারেন। Yllix এর Popup, Layer এবং Full page এড এর জন্য এডে ক্লিক অনেক বেশি পরে। আর আপনি রেফেরাল লিঙ্ক এর মাধ্যমেও কিছু আয় করতে পারবেন। আর এর সবচেয়ে বড় সুবিধা হল মাত্র $1 হলেই আপনি Payza, PayPal, Liberty Reserve অথবা Bank wire এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
এড ফরম্যাটঃ
১। Banner ad (300×250, 728×90, 468×60, 120×600, 160×600)
২। PopUp
৩। Layer Ad
৪। Redirect Ad
৫। Prepop Ad
৬। Fullpage Ad

কোন মন্তব্য নেই: