Translate

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

Freelance এর কাজে

Freelancing এ আসার আগে আপনাকে ভাবতে হবে আপনার মেধার ক্ষমতা কতটুকু । আপনার কোন কিছু চিন্তা করার ক্ষমতা কতটুকু । সবাই যা দেখে আপনি তা একটু আলাদা ভাবে দেখেন কি না ? অনেকের মুখে শুনি ভাই apply করছি কিন্তু জব ত পাইনা । ভাই ৬ মাস হয়ে গেছে একটাও জব পাইনাই । এই ধরনের অনেক কথা । আবার অনেকেই আমাকে বলেন ভাই আমার মাসে ৫০০০ টাকা হলেই হল ।
এসব জারা বলেন বা চিন্তা করেন তাদের উদ্দশে একটা কথাই বলার আছে । নিজেকে একজন Client ভাবেন । নিজেকে প্রশ্ন করেন আপনি আপনার কাজের জন্য কাউকে Hire করতে চাইলে তার মধ্যে কি কি গুনা গুন খুজতেন । নিজেকে সেভাবেই গড়ে তুলুন । কাজের কথা ভাবুন । আগেই যদি টাকার কথা ভাবেন তো আপনার freelancing এ আসার দরকার নাই ।

আমাদের মধ্যে আর একটা সমস্যা দেখা জায় তা হল উল্টা পাল্টা apply করা । আগে জবটা ভাল করে পড়ুন , বুঝুন , কি ছাইছে তা বুঝে যদি মনে হয় আপনি পারবেন ত apply করুন । না হলে সরে পড়ুন । অহেতুক apply করবেন না । অনেক কেই দেখি চাইছে একটা করছে আর একটা । বলে দিয়েছে Not For BD কিন্তু apply করে বসে আছে । ভাই থামেন !একজন মাছ শিকারির দিকে তাকান । তিনি কি করেন । স্থির ভাবে পানির দিকে তাকিয়ে থাকেন এর পর ঝপ বুঝে কোপ মারেন । এটা নিজের ক্ষেত্রে apply করেন ।

আমরা অনেকেই জানি প্রথম জব তা পাওয়া অনেক কঠিন । কিন্তু আপনি যদি ধীর স্থির বুদ্ধির অধিকারি হন আর বুঝতে পারেন আপনার যোগ্যতা কতটুকু , আপনি কি করতে পারবেন আর সেই তা বুঝে সঠিক জবে apply করেন তো আপনার প্রথম জব টা পেতে খুব বেশি দিন লাগবে না । অনেককেই দেখি profile ১০০% করার পিছনে ছুটে বেরান । আমার নিজের profile ১০০% না । কাজ পাবার জন্য profile এ বেসিক জিনিস গুলা থাকলেই হয় । আমার এই কথার অনেকেই মতবিরোধ করতে পারেন । তাই আমার মতে প্রোফাইল ১০০% করেন । প্রোফাইল এই জন্যই সুন্দর করা দরকার যে , আমরা কেউ অগোছালো কোন কিছু যেমন পছন্দ করি না ঠিক তেমনি client ও না । Overview , portfolio , Cover Letter যদি ভাল না হয় , ভাই মার্কেট ছারেন । জীবনেও কাজ পাবেন না ( যদিনা মামা , চাচা না থাকে smile emoticon ) । Remember this 2 line .

১) Profile : আপনার প্রোফাইল ১০০% করুন। ৯০% হলেও সমস্যা নাই ।
২)Profile Picture: Professional মানের ।
৩) Profile Title: আপনার প্রোফাইলে Profile রিলেটেড সুন্দর একটি Title দিন।
৪) Overview : সুন্দর একটি Overview লিখুন।
৫) Skill Test: বেশী বেশী স্কিল টেস্ট যুক্ত করুন।
৬) Work Sample: আপনার নিজের করা সেরা কাজগুলোর Snapshot + Link প্রোফাইলে যুক্ত করুন ।
৭) Copy না করা: কাউকে কপি করবেননা। প্রোফাইল তৈরিতেও না, কভার লেটার লিখার ক্ষেত্রেও না। নকল করার ক্ষেত্রে সাবধান। আপনার একাউন্ট পর্যন্ত বাদ হয়ে যেতে পারে।
৮) Bid করা: নতুন কাজে বিড করুন। ৪ থেকে ৫ জনকে ইতিমধ্যে ইন্টারভিউতে ডাকা হয়ে গেলে সেই কাজটি পাওয়ার সম্ভবনা খুবই কম ।
৯) Job Post হওয়ার সাথে সাথে বিড করুন ।
১০) Feedback: শুরুতে ছোট ছোট কাজ করে ফিডব্যাক সংগ্রহ করুন। কিন্তু Fake উপায়ে ফিডব্যাক সংগ্রহ করার কোন রকম চেষ্টা করবেন না।
১১) কাজ পাওয়ার ক্ষেত্রে ক্লায়েন্টকে কোন রকম ইমোশনালি আকর্ষণ করবেন না বা ভিক্কা চাইবেন না , তাহলে কাজ পাবেননা। কখনই কম রেটে কাজ করবেন না । কাজ বুঝে এর পারিশ্রমিক চাইবেন । নিজের সম্মান বজায় রাখবেন ।
১২) বিডিং রেট বাজার রেটের চাইতে অস্বাভাবিক কমালে কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাতে আপনার ব্যাপারে নেগেটিভ ধারনা পাবে।
১৩) বিড শুরু করার আগে বায়ারের রেটিং, পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা চেক করে নিন।
১৮) অবশ্যই আপনার Skype ID রেডি করুন।

অনেক পরিশ্রম করে জব পাইলেন এর পর কি করবেন । " Try Your Best . Try to make client as your permanent client "
যাক একটা কাজ পাইছি , আমাকে আর কে পায় । যেমন তেমন করে কাজ করে দিলাম । কি মজা । এমন মন মানসিকতার হলে ওই ১ টা কাজেই আপনার প্রথম র শেষ কাজ হতে পারে । Freelancing করার জন্য খুব বেশি client এর দরকার হয় না । যে কয়জন কে পাবেন তাদের permanent client বানান ।

অনেকের নতুনদের মধ্যে একটা সমস্যা দেখা যায় যে তারা পুরাতন দের কাছে কাজ চায় । নতুনদের উদ্দশে করে একটা কথাই বলার আছে । আপনার কাছের মানুষ না হলে কেউ আপনাকে কাজ দিবে না । এর কিছু কারন আছে ।

১। একজন freelancer অনেক কষ্ট করে নিজের প্রোফাইল সাজান । তারা কখনই চান না তাদের Tracker এ কাজ এনে অন্য কাউকে করায় প্রোফাইল এর rating এর ১২ টা বাজায় দেন । আপনার নিজেকে প্রশ্ন করুন , এই জায়গায় আপনি থাকলে কি করবেন ?

২। আমাদের বাঙ্গালিদের মন মানসিকতা খুব একটা ভাল না । আমরা শুধু নিজেরাই খাইতে চাই ।

অনেকেই আপনাকে কাজ দিবে কিন্তু দেখবেন ৬০/৪০ বা ৫০/৫০ করছে । আপনি আর একজনের tracker এ কাজ করলে আপনার লাভ কি ? আপনি শুধু সামান্য কিছু টাকা পেলেন , কিছু কথা শুনবেন ( একজন বিদেশী client আপনার সাথে যে ভবাবে বক বক করবে না একজন বাঙ্গালী বাবু আপনার সাথে তার থেকেও বেশী বক বক করবে, Be careful )আর শেষে গিয়ে দেখবেন আপনার প্রোফাইল আগের জায়গায় আছে। এর থেকে ভাল নিজেই পরিশ্রম করে নিজের প্রোফাইল ভাল করুন । নিজের পায়ে দাঁড়ান ।আপ্নারা যদি গ্রুপে কাজ করেন তো ব্যাপারটা আলাদা বা কোন Freelancer যদি কার প্রতি আন্তরিক হন (ভাই , বোন , চাচা , বন্ধু , চাচি ETC ) বা আপনার খুব কাছের কেউ ( প্রেমিকা wink emoticon হন তো ব্যাপারটা আলাদা । আবার কেউ fixed price এর কাজ এনে আপনাকে দিয়ে করাতে পারে যদি সে contractor হয় ।

ভাই কাজ শিখেন আর একটু বুদ্ধি খাটান । দেখবেন আপনার কাজের কোন অভাব হবে না ।

আবার কাজের কথায় আসি । কাজ করলেন । টাকা পাইলেন । টাকা উথাবেন কি ভাবে

For oDesk
==========
ব্যাংক এর মাধ্যমে টাকা আনাই হল সব থেকে ভাল । এ ক্ষেত্রে আপনার odesk এর নাম ও ব্যাংক এর নাম হুবাহু হতে হবে । না হইলে ফলাফল ০

For Elance
=========
Poyoneer MasterCard হল সবথেকে ভাল । ব্যাংকের মাধ্যমে আনলে বুড়া হয়ে জেতে পারেন এমন কি টাকার টেনশনে হার্ট অ্যাটাক ও করতে পারেন । বাংলাদেশের MasterCard এর লোগো ওলা সব ATM BOOTH থেকে টাকা তুলা যায় । তাছাড়া Poyoneer থেকে সরাসরি ব্যাংকে টাকা আনতে পারবেন ।

সম্প্রতি oDesk তাদের জব apply এর ক্ষেত্রে কিছুটা নিয়মের পরিবর্তন করছে । অনেকে হয়ত খুশি নাও হতে পারে খবরটা পেয়ে। তবুও বিশেষজ্ঞদের মতামত এটা করাতে এখন থেকে যোগ্য এবং মেধাবি ফ্রীলাঞ্চাররা আবার ভাল করে কাজ পেতে শুরু করবে এবং অযোগ্য ( আমি সহ :D) ফ্রীলাঞ্চারদের জন্য অসুবিধা সৃষ্টি করবে। যদিও নতুন ফ্রীলাঞ্চার দের মনে হয়না তেমন কষ্ট করতে হবে। যদি না সে Quality ফ্রীলাঞ্চার হয় । এই System টি চালু হবে অদেস্কে । যা অনেকটা Elance এর মত । System টি হবে জব অ্যাপ্লিকেশান কোটার। পুরোটা বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি আগে অদেস্কে যে জব কোটা সিস্টেম ছিল অর্থাৎ ২০ থেকে ২৫ টি জব অ্যাপ্লিকেশান কোটা পেত সবাই এখন থেকে সেটা হয়ে যাবে Connection system. অর্থাৎ আপনি এখন থেকে ৬০ করে Connect পাবেন । যারা Elance এ কাজ করেছেন তারা বিষয়টি বুঝে গেছেন। উপরের ফটো টি দেখলে কিছুটা ধারনা পেতে পারেন কি করতে চলেছে। তারা ৬০ টা করে Connect দিবে আর যদি এর থেকে বেশি প্রয়োজন হয় তবে আপনাকে মেম্বার শিপ প্লান কিনতে হবে। এখন জারা এখনও বোঝেননি তাদের বেপারটা ক্লিয়ার করে দেই Connect কি ? ওডেস্কে যারা কাজ করছিলেন তারা এতটা দিন ধরে পরিচিত ছিলেন জব কোটা এর সাথে। তবে বর্তমানে কোটা পদ্ধতির পরিবর্তন করে কানেক্ট সিস্টেম করা হচ্ছে। কানেক্ট ভার্চুয়াল কয়েন পদ্ধতি যাকে আপনি জব কোটা হিসেবেই ধরতে পারেন। এই পদ্ধতিতে প্রতিটি ফ্রিল্যান্সার প্রতি মাসে ৬০ টি কানেক্ট পাবেন। প্রতি জবে এপ্লাই করার ক্ষেত্রে আপনাকে কানেক্ট ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ১-৫ টি কানেক্ট ব্যবহার করার প্রয়োজন পরবে কাজের প্রকারভেদ অনুযায়ী। সাধারনত আওয়ারলি সব একই এবং ফিক্সড প্রাইস জব এর ক্ষেত্রে কাজের পরিধি এবং পেমেন্ট এর উপর ভিত্তি করে সর্বোচ্চ ৫ টি কানেক্ট এর প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞদের মতে কেন এটি ভাল হবে ?

প্রথমতঃ অতিরিক্ত পরিমানে জব এপ্লাই করা বন্ধ হয়ে যাবে। (মূলত নূতনরা যা করে থাকে)

দ্বিতীয়তঃ জব উইথড্র করে আবার এপ্লাই করার পদ্ধতি বন্ধ হয়ে যাবে, মূলত এই প্রফেশনে একজন প্রফেশনাল থেকে তা আশা করা যায় না। তৃতীয়তঃ না বুঝে জবে এপ্লাই করার পরিমান কমে আসবে

চতুর্থতঃ কানেক্ট এর মাধ্যমে দক্ষ এবং যোগ্য লোক এর সর্টলিস্ট হওয়ায় তাঁদের জন্য কাজ পাওয়াটা আগের থেকে সহজ হয়ে উঠবে। পঞ্চমতঃ স্কিলডরা আগের তুলনায় অদক্ষদের সাথে কম কম্পিটিশন এর সম্মুখীন হবেন।

এবং সর্বশেষ এর আগের টি হচ্ছেঃ একটি জবে এপ্লিক্যান্ট কমে আসবে।

একটি জবে শত শত এপ্লিকেশন পড়লে ক্লায়েন্টও অনেকটা বিরক্ত হয়ে যায়। কাজ কেউ একজন পাবে এটা স্বাভাবিক এবং নিশ্চিতই বলা যায়। আর তাই ক্লায়েন্ট এর দিক থেকেও চিন্তা করা হচ্ছে। নতুন দের জন্য কেমন প্রভাব ফেলতে পারে ? বর্তমানে অনেকেই অনলাইনে কাজ করতে আসেন । অনেকেই ইমেইল কিভাবে খুলতে হয় তাই জানেননা। (কাউকে অপদস্ত করার জন্য বলা হয়নাই ) শুধু জানেন যে অনালাইনে ইনকাম করা জায় ব্যাস । গিয়ে অদেস্কে আইডি খুলে কাজে BID করা শুরু করে দেন এতে অনেক BID পরে এবং অনেক সময় অধক্ষরা কাজ পেয়ে যায় এবং Client বিভ্রান্তির শিকার হন। এতে দেশের এবং freelancer দের reputation এও অনেক বাজে ভাবে প্রভাব পরে। অতএব। যদি নতুন হয় কিন্তু সে দক্ষ হয় তবে এধরনের সমস্যার সম্মুক্ষিন সে হবেনা। মেম্বারশিপ পদ্ধতি কিভাবে কাজ করবে ? কানেক্ট পদ্ধতির পরবর্তী ধাপ হচ্ছে মেম্বারশিপ পদ্ধতি। যদি আপনি ৬০ এর অধিক কানেক্ট পেতে চান তবে আপনাকে একটি নির্দিষ্ট ফি এর মাধ্যমে মেম্বারশিপ নিতে হবে। তখন প্রয়োজনে আপনি ৬০ এর অধিক কানেক্ট পাবেন। কেন প্রয়োজন? একটি জবে অনেকে এপ্লাই করবে স্বাভাবিক। তেমনি অনেকে জবটির জন্য যোগ্য এপ্লিক্যান্ট হবে স্বাভাবিক। ঠিক একই ভাবে অনেকের ই কাজ পাওয়া ছাড়াই কানেক্ট শেষ হয়ে যাবে স্বাভাবিক। আর তখন চাইলে আপনি মেম্বারশিপ নিয়ে কানেক্ট বৃদ্ধির মাধ্যমে জবে এপ্লাই করতে পারবেন। এবং ঠিক একারনেই অদক্ষ এবং একদম নূতনদের কম্পিটিশন কমে যাবে। এছাড়া একজন দক্ষ ফ্রিল্যান্সার এর জন্য বেশি জবে এপ্লাই করার সুযোগটি উন্মুক্ত থাকছে মেম্বারশিপ এর জন্য কেননা এক্ষেত্রে আপনার কাছ থেকে ফি কেটে নেয়া হবে যা অদক্ষরা সহজে করবেনা। এবং এটি ব্যক্তিগত এবং এজেন্সি ২ ক্ষেত্রেই প্রযোজ্য।

ছাত্রদের উদ্দশে একটাই কথা freelancing করতে গিয়ে নিজের পড়াশুনার বারোটা বাজাবেন না । চেষ্টা করুন । সফল হবেন । আমি চাই আমাদের আত্মকেন্দ্রিকতার উন্নতি হউক । আমরা একে অপরকে সাহায্য করি ।

NOTE: আমি উপরে যা বলেছি তা হল বাস্তবতা । এর বাহিরেও অনেক কিছু থাকতে পারে। সকলের কাছে আমরা একটা অনুরধ যে আমরা ব্যাপারটা স্বাভাবিক ভাবে দেখবেন । আমি নিজে অনেক কষ্ট করেছি । এই গ্রুপে জারা প্রতিষ্ঠিত freelancer আছেন , দেখবেন তারাও জীবনে অনেক কষ্ট করে আজ সফল হয়েছেন । এখানে নতুনদের self-dependent হবার জন্য অনুপ্রেরনা দেওয়া হয়েছে । আমি এটা স্বীকার করি অনেক ভালো মন মানসিকতার freelancer আছেন জারা প্রতিনিয়ত অন্য কে Help করে যাচ্ছে ।

কোন মন্তব্য নেই: