Translate
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
আই করার নিয়ম
আমাদের এবার কাজ খোঁজার পালা। তাই আজকে দেখবো আমারা কিভাবে কাজের জন্য বিড করবো! চলুন তাহলে শুরু করে দেয়া যাকঃ-
প্রতিটি ব্লগের/সাইটেরই নির্দিষ্ট একটি রোলস বা নিয়ম থেকে থাকে। কারণ নিয়ম হীন প্রতিটি যায়গাতেই লক্ষ্য করে দেখবেন অনিয়ম শুরু হয়ে থাকে। এবং অনেক সময় তা মাত্রা ক্রস করে যায়। তাই সব কিছুতেই একটি পরিপূর্ণ নিয়ম থাকা অবশ্যক!
উপড়ের পিকচারটির মধ্যে যেই মেন্যু দেখতে পাচ্ছেন তাহলোঃ-
হোমঃ- প্রথম পাতায় আসার জন্য।
ব্রাউজ জবঃ- আমরা এখান থেকেই কাজ খোঁজবো।
কন্টাকঃ- যেকোনো সমস্যায় বা প্রয়োজনে ব্লগের পরিচালকদের সাথে যোগাযোগ কররা জন্য।
ট্রিমসঃ- সকল নীয়ম মালা।
হেল্পঃ- আপনার কোন সাহায্য প্রয়োজন হলে নক করবেন এখানে।
FAQ:- দেশি ওয়ার্কার সম্বন্ধে আলোচনা!
দেশি ওয়ার্কারের মাঝে যারা কাজ দেয়ায় ও কাজ করার মাঝে এগিয়ে আছেন তাদের লিস্ট।
“ব্রাউস জব” এর মাঝে যেয়ে এতো, এতো কাজ যদি আপনি না খুঁজতে চান। তবে ইচ্ছে করলে আপনি সর্বশেষ কাজের লিস্ট থেকেও কাজ খুঁজে নিতে পারবেন। এতে একটি সুবিধা হচ্ছে সর্বশেষ কাজ হবার ফলে আপনি যদি দ্রুত বিড করতে যান তবে সিরিয়ালে খুব একটা পড়তে হবে না। এবং সুন্দর করে আগে এপ্লাই কররা ফলে কাজটি আপনি পেয়েও যেতে পারেন :) । আর এটি পাবেন হোমের নিচেই।
হোমের একেবারে নিচে দেখতে পাবেন “জনপ্রিয় বিভাগ সমূহ”। এতে করে এখান থেকে আপনি দেখতে পাবেন সাইটে এখন কোন, কোন বিভাগে কাজ রয়েছে। অতঃপর পছন্দ অনুযায়ী বিভাগ টির মাঝে বিড করুন।
এবার পালা বিড করারঃ-
ব্রাউজ জব থেকে আপনার পছন্দ অনুযায়ী কোন একটি / একাধিক (আপনি সাধারণত প্রতিদিন ৫ টি বিড করতে পারবেন) কাজ সিলেক্ট করুন।
উক্ত কাজটি ওপেন হবার পর যদি আপনার ভালো লেগে থাকে তবে “BID ON THIS PROJECT” এ ক্লিক করুন।
আপনি এই কাজটির জন্য সর্বমোট যত টাকা চান তা লিখুন। আমি চেয়েছি ৫০০!
কাজটি কত দিনের মধ্যে করতে পারবেন তা দিন। আমি ৫ দিন দিয়েছি।
আপনি ৫০০ টাকা থেকে কত টাকা অগ্রিম চান তা লিখুন! আমি অগ্রিম চাই নি!
এবার প্রথম বক্সে সাধারণ কিছু লিখুন। যেমন Sir check your pm (pm= পার্সোনাল মেসেজ) , ভাইয়া আপনার মেসেজ টি দেখুন, Sir আমাকে কাজ টি দিন ….. ইত্যাদি, ইত্যাদি! তবে অবশ্যই খুব ভদ্র ও আকর্ষণীয় ভাবে!
২ নাম্বার বক্সে দেখুন আমি খুব পাম-পট্টি দিয়ে বায়ার কে একটি গোপন বার্তা দিয়েছি! যে আমি এই করি, ওই পারি। এভাবে করবো, সেভাবে করবো! ইত্যাদি, ইত্যাদি। আপনারা আপনাদের সঠিক কথা লিখে কাজ নেবার জন্য বায়ারকে মেসেজ করুন।
অতঃপর সবুজ টিক দেয়া “স্পন্সর হবে না” তে ক্লিক করে মেসেজ সেন্ড করুন সফল ভাবে।
আপনি যদি “স্পন্সর হবে তে ক্লিক করতেন তবে তারা আপনার কাছে টাকা চাইতো। যার ফলে আপনি প্রতিদিন ফ্রী ৫ বিড এর পরিবর্তে টাকা দিয়ে ২০ টি কাজে বিড করতে পারতেন” । তবে আমরা যেহেতু নতুন আমাদের প্রতিদিন ৫ টি কাজই যথেষ্ট ;) । যখন কাজ শিখে যাবেন এবং স্পীড বাড়বে তখন না হয় পেইড হয়ে দেখা যাবে :D
দেখুন উক্ত কাজের নিচে গিয়ে আপনার বিড দেখাচ্ছে! ;)
আমি এই কাজ টিতে বিড কররা পর কাজটি আমি পাই। বায়ার আমাকে কাজটি দেয় এবং স্কাইপিতে সকাল ৯ টা থেকে ৫ টার ভেতর কথা বলতে বলে। আপনাদের স্ক্রীন শর্ট দেখাতে পারলাম না বলে দুঃখিত। কারণ সেটি আমি C প্রোগ্রাম এর পিকচার ফোল্ডারে রেখেছিলাম কিন্তু ভুলে ডিলেট হয়ে গিয়েছে :( যাই হোক সেটা কিছু না :)
মহান আল্লাহতায়ালার নাম সরণ করে শুরু করছি আমাদের মিনি ধারাবাহিক টিউন, তিনি আমাকে সুস্থ রেখেছেন বলেই আমি আবারো ২য় পর্ব নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আশা করি আমার মতো সকলেই আলহামদুলিল্লাহ্ ভালো আছেন :)
প্রথম পর্ব এখান থেকে পড়তে পারেন। এতে যারা মিস করেছিলেন বুঝতে সুবিধা হবে :)
গত পর্বের মাঝে আমরা পরিচিত হয়েছিলাম দেশি ওয়ার্কার এর সাথে এবং তৈরি করেছিলাম নিজের জন্য একটি একাউন্ট!
আজকে আমরা আমাদের একাউন্ট কে সাজিয়ে পরিপূর্ণতা দেবো এবং আমাদের স্কিল ঠিক করবো। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এতো সাজানোর কি আছে? কাজ শুরু করে দিলেই ত হয়ে যায় :D কিন্তু আমি এক্ষেত্রে আপনাকে উদাহারন দেই এবং আপনি তা পড়ে বলুন যে আমাদের সাজানোর দরকার আছে কি না?
আপনি যখন কোন খাবার খেতে যান তখন নিশ্চয়ই পাবার সাথে, সাথেই খাওয়া শুরু করেন না? আমরা প্রথমে একটি খাবার মুখ দিয়ে খাবার আগে চোঁখ দিয়ে খেয়ে নেই। যদি চোঁখ দিয়ে দেখি যে খাবার টি খুব সুন্দর করে প্লেটে রয়েছে এবং তা খাবার যোগ্য তখনি কিন্তু আমরা সেদিকে হাত বাড়াই।
উদাহারন টি ঠিক এখেত্রেও প্রযোজ্য। কোন বায়ার আপনাকে কাজ দেবার আগে অবশ্যই আপনার সম্পর্কে যানতে চেষ্টা করবে যে আপনি কি করেন? কি পারেন? সর্বোপরি আপনার সম্পর্কে আগে ধারানা নেবে অতপর দেবে আপনাকে কাজ। আর এই সবকিছু সুন্দর ভাবে বায়ারের সামনে তুলে ধরতে পারলে আপনি অবশ্যই কাজ পাবেন। তাই প্রোফাইল টিকে সুন্দর ভাবে সাজানোর দরকার অবশ্যই।
লগিন করার পর আপনার সামনে এরকম একটি মেন্যু দেখতে পাবেন।
নতুন বার্তা
টাকা উত্তোলন
প্রোফাইল পরিবর্তন
প্রজেক্ট ফাইল
আপনার ব্যালেন্স
বিড করা কাজ সমূহ …. ইত্যাদি, ইত্যাদি
যেহেতু আমরা সবে মাত্র এখানে প্রবেশ করেছি। তাই আপাতত এখান থেকে আমরা আমাদের প্রোফাইল,পাসু এবং স্কিল পরিবর্তন করবো। অতঃপর বিড করবো কাজের জন্য :)
১ নাম্বারে প্রোফাইল পরিবর্তন এ ক্লিক করুন। তাহলে এরকম অপশন আপনার সামনে আসবে। চেঞ্জ ফটোতে ক্লিক করে আপনার পিকচার আপলোড করুন। তার পর পিকচারে দেখানো অনুযায়ী আপনার সকল সঠিক তথ্য দিয়ে ঘর পূরণ করে সেভ করুন।
আপনি ইচ্ছে করলে সকল কথা গুলো বাংলাতে লিখতে পারেন। কারণ এটি যেহেতু দেশি সাইট তাই বাংলা, ইংলিশ সবি কাজ করবে :)
উপড়ের পিকচার গুলোতে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য কাজের অপশন। আপনি এখান থেকে যেই কাজ গুলো পারেন তার মাঝে টিক দিয়ে সেভ করুন। আর এই অপশন গুলো আসবে মেন্যু থেকে “আপনার স্কিল পরিবর্তন করুন” এ ক্লিক করলেই।
আমরা যেহেতু নতুন এবং বেশি কিছু পারি না তাই আপাতত ফেসবুক, টুইটার, ব্লগিং, ডাটাএন্ট্রি, আরটিকেল , মাইক্রোসফট ওয়ার্ড, ব্লগ রাইটিং, একাউন্টিং , ম্যানেজমেন্ট , স্পোর্টস, এডুকেশন ইত্যাদি, ইত্যাদি সিলেক্ট করলাম। এক কথায় বলা যায় আপনি যেসব পারেন তাই সিলেক্ট করলেন ;)
এবং শেষে মেন্যু থেকে পাসওয়ার্ড পরিবর্তন এ যেয়ে আপনার ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন