Translate

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

Webmaster google কাজ

কি কি কাজ করতে হবে সাইট সাবমিট করার জন্য?
প্রথমে আপনি আপনার সাইট সাবমিট করার জন্য আপনার একটি জিমেইল দ্বারা আপনার জিমেইল অ্যাকাউন্টে লগিন করুন, তারপরে এই সাইটে প্রবেশ করুন। তারপরে খেয়াল করুন সেখানে ডান পাশে ADD PROPERTY নামক একটি বাটন আছে, এবং তার বাম পাশে একটি ঘর আছে, এখন আপনার সাইটটি গুগোলে সাবমিট করার জন্য সেই ঘরটিতে আপনার সাইট এর এড্রেস দিয়ে ADD PROPERTY বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করুন দেখুন। বুঝতে না পারলে নিচের ছবিটি খেয়াল করুন
webmaster toolকিছুক্ষন পরে দেখুন  আরেকটি পেজ এসেছে। যেখানে আপনাকে ৪টি কাজ করতে বলা হয়েছে।
১) একটি HTML verification file ডাউনলোড করতে বলা হয়েছে। এখন আপনি সেই ফাইলটি ডাউনলোড করুন।
২) তারপরে বলা হয়েছে যে আপনি এই মাত্র যে ফাইলটি ডাউনলোড করলেন তা আপনার সাইটের রুট ফোল্ডারে আপলোড করুন, আপনার রুট ফোল্ডার হচ্ছে যেখানে আপনার সাইটের সকল ডাটা রাখা আছে। অতঃএব দেরি না করে ডাউলোড কৃত ফাইলটি আপনার রুট ফোল্ডারে আপলোড করুন।
৩) তিন নম্বরে একটি লিঙ্ক দিয়ে বলা হয়েছে যে এই লিঙ্কে ক্লিক করে আপনার ফাইলটি সঠিকভাবে আপলোড করা হয়েছে কিনা তা যাচাই করুন। তাই দেরি না করে ৩ নং এর লিঙ্কে ক্লিক করুন।
৪) চার নম্বরে বলা হয়েছে সমস্ত কাজ পরিপূর্ণ রুপে সম্পন্ন করার জন্য VERIFY বাটনে ক্লিক করুন।
google webmaster tool
এই কাজ গুলো যদি আপনি সঠিক ভাবে করতে পারেন তাহলে আপনার সাইটটি গুগোল মামার কাছে সাবমিট করা হয়ে যাবে। এবং তারপর থেকেই আপনি যদি আপনার সাইটটি সরাসরি এড্রেস বারে না লিখে গুগোলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন তাতে কোণ সন্দেহ নায়।
">> Best Java, Android Games, Apps Hot Downloads of 2015 !

কোন মন্তব্য নেই: