সোস্যাল মিডিয়া মার্কেটিং কি?
সোস্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং পদ্ধতি, যেখানে অনলাইনে নিজস্ব ওয়েব সাইট, পন্য, সার্ভিস ইত্যাদি ফলপ্রসুভাবে প্রমোট করা যায়। অনলাইনে নিজস্ব ওয়েব সাইট বা পন্যের তথ্য প্রচারের অনেক মাধ্যম রয়েছে। তন্মধ্যে, সোস্যাল মিডিয়া মার্কেটিং খুবই- কার্যকর একটি পদ্ধতি যেখানে খুব সহজেই দ্রুততার সাথে নিজস্ব সাইট/পন্য/সার্ভিসসমূহের প্রচারণা চালানো যায়।
Translate
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
সোস্যাল মেডিয়া মার্কেটিং কি?
প্রধান সোস্যাল মিডিয়া মার্কেটিং/নেটওয়ার্কিং সাইট
www.facebook.com
www.youtube.com
www.twitter.com
www.flickr.com
www.plus.google.com
www.linkedin.com
www.tagged.com
www.digg.com
www.reddit.com
www.blogger.com
www.squidoo.com
www.stumbleupon.com
কিভাবে উপার্জন করা যায়?
১. ব্লগিং এর মাধ্যমেঃ নিজস্ব একটি ওয়েব সাইট থাকলে সেখানে Adsense, Image Advertising, Affiliate Marketing ইত্যাদি বহুবিধ মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। শর্ত হচ্ছে, সাইটে পর্যাপ্ত ট্রাফিক/ভিজিটর থাকতে হবে। সোস্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে সাইটে পর্যাপ্ত ট্রাফিক জেনারেট করা সম্ভব যা উপার্জনকে করবে নিশ্চিত।
কিভাবে উপার্জন করা যায়?
১. ব্লগিং এর মাধ্যমেঃ নিজস্ব একটি ওয়েব সাইট থাকলে সেখানে Adsense, Image Advertising, Affiliate Marketing ইত্যাদি বহুবিধ মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। শর্ত হচ্ছে, সাইটে পর্যাপ্ত ট্রাফিক/ভিজিটর থাকতে হবে। সোস্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে সাইটে পর্যাপ্ত ট্রাফিক জেনারেট করা সম্ভব যা উপার্জনকে করবে নিশ্চিত।
২. ফ্রিল্যান্সিং: বর্তমানে প্রায় সবগুলো ফ্রিল্যান্সিং সাইটে সোস্যাল মিডিয়া মার্কেটিং এর প্রচুর কাজ পাওয়া যায়। ওডেস্কে SMM নামে আলাদা সেকশন রয়েছে এ বিষয়ক কাজের জন্য।
ফ্রিল্যান্সার এ রয়েছে Facebook, Twitter, Youtube ইত্যাদি নামে ।
৩। www.fiverr.com এটি নুতন এবং ভিন্ন ধারার একটি ফ্রিল্যান্সিং সাইট। ইতিমধ্যে সাইটটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফ্রিল্যান্সিং সাইটসমূহে যেমন একজন বায়ার কোন কাজ পোষ্ট করেন এবং উক্ত কাজের জন্য ফ্রিল্যান্সাররা বিড/আবেদন করেন। বায়ার তন্মধ্যে একজনকে নির্বাচিত করেন। তবে এখানে উল্টো। অর্থাৎ, এখানে ফ্রিল্যান্সাররা কাজ বা সার্ভিস অফার দিয়ে থাকে। এখানে থেকে যে কোন বায়ার তার কাজ খুঁজে নেয়। যারা সোস্যাল মিডিয়া মার্কেটিং এ দক্ষ তারা এ সাইটের মাধ্যমে প্রচুর উপার্জন করতে পারেন।
Sample Work of Fiverr.com
৪ মাইক্রোজব
মাইক্রো জব সাইটগুলোতেও সোস্যাল মিডিয়া মার্কেটিং এর অনেক কাজ পাওয়া যায়।
মাইক্রো জব সাইটগুলোতেও সোস্যাল মিডিয়া মার্কেটিং এর অনেক কাজ পাওয়া যায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন